Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমদানিকৃত পণ্যের ছাড়পত্র প্রদানের ধাপ

সেবার নাম

আমদানিকৃত পণ্যের ছাড়পত্র প্রদান

 

সেবা প্রদান পদ্ধতি

১. আবেদনপত্র গ্রহণের পর যাচাই পূর্বক গোডাউন/সংশ্লিষ্ট বন্দরের ওয়্যার হাউজ পরিদর্শন;

২.  যৌথ স্বাক্ষরে নমুনা সীলকরণ ও নমুনা জমাদানপত্র ইস্যুকরণ;

৩. সীলকৃত নমুনা ল্যাবরেটরীতে জমাকরণ;

৪. ল্যাবরেটরীতে নমুনা  পরীক্ষা ও রিপোর্টিং;

৫. রিপোর্ট সার্বিক মূল্যায়ন ও চূড়ান্ত অনুমোদন  গ্রহণ;

৬. বিল ইস্যুকরণ;

৭. আবেদনকারী কর্তৃক দাবীকৃত ফি জমাদান;

৮. ছাড়পত্র ইস্যুকরণ।

 

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

 

নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে:

(ক) হালনাগাদ ট্রেড লাইসেন্স;

(খ) এলসি;

(গ) ইনভয়েস;

(ঘ) বিল অব লেডিং (বিএল);

(ঙ) আইআরসি;

(চ) তেজস্ক্রিয়তা পরীক্ষার সনদ

(গুড়া দুধ/খাদ্য পণ্যের ক্ষেত্রে);

(ছ) টিন (TIN) সনদের সত্যায়িত ফটোকপি।

(বি. দ্র. পণ্যভেদে প্রয়োজনীয় কাগজপত্রের ভিন্নতা থাকতে পারে।)

 

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

পণ্যের আমদানি মূল্যের উপর

ফি’ প্রযোজ্য।

 

পরিশোধ পদ্ধতি : বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ডিডি,

পে-অর্ডার ও নগদ অর্থে পরিশোধযোগ্য।

 

সেবা প্রদানের সময়সীমা

৫-২২ কার্যদিবস

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বিএসটিআই, চট্টগ্রাম।

ফোন : 

onestopbstictg@gmail.com