২৬/০১/২২ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে " ওজন ও পরিমাপ মানদন্ড ও আইন, ২০১৮" অনুযায়ী
১. ফেবো ফিলিং স্টেশন, জোরারগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি পরিমাপে কম প্রদান করায় একটি মামলা দায়ের করা হয় এবং ৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
২.ক) মস্কো বেকার্স খ)রূপসী জুয়েলার্স গ)নিউ সুমন জুয়েলার্স, বারইয়ারহাট, মিরসরাই, নামক প্রতিষ্ঠান ৩টির ব্যবহৃত ওজনযন্ত্রে ভেরিফিকেশন সনদ না থাকায় ৩টি মামলা দায়ের করা হয় এবং ১৫০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
৩.মধুমেলা কনফেকশনারী, বারইয়ারহাট,মিরসরাই নামক প্রতিষ্ঠানটি কেক পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় একটি মামলা দায়ের করা হয় এবং ৫০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. এন. জামিউল হিকমা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, চট্টগ্রাম অফিসের কর্মকর্তা জনাব মোঃ মুকুল মৃধা, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস