২৫.০১.২০২২ খ্রিঃ তারিখে জেলা প্রশাসন চট্টগ্রাম এবং বিএসটিআই, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত বাঙালীয়ানা রেস্তোরাঁ এন্ড ইয়ামী ফুডস নামীয় প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড ফুড (মিষ্টি দই) পণ্যে লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০/ জরিমানা করা হয়। উক্ত অভিযানে জেলা প্রশাসন চট্টগ্রাম এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাইমা ইসলাম এবং বিএসটিআই, চট্টগ্রামের কর্মকর্তা জনাব শিমু বিশ্বাস অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস