১৮.০১.২০২২ খ্রিঃ তারিখে জেলা প্রশাসন চট্টগ্রাম এবং বিএসটিআই, বিভাগীয় অফিস, চট্টগ্রামের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেসার্স সালাম বেকারি এন্ড কনফেকশনারি নামীয় প্রতিষ্ঠানকে বান পণ্যে লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০/- জরিমানা করা হয়। উক্ত অভিযানে জেলা প্রশাসন চট্টগ্রামের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস এবং বিএসটিআই, বিভাগীয় অফিসের কর্মকর্তা জনাব শিমু বিশ্বাস অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস