১৬/০১/২০২২ তারিখে জেলা প্রশাসন, চট্টগ্রাম এবং বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীতে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নুরজাহান সুইটস এন্ড বেকারী নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই এর বাধ্যতামূলক ব্রেড ও কেক পণ্যসমূহের অনূকূলে লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ,২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০০০০/ ( দশ হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা ইসলাম এবং বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর পক্ষে জারিন তাসনিম, ফিল্ড অফিসার (সিএম)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস