Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৫.০৫.২০২৫ তারিখে বিএসটিআই, চট্টগ্রাম কর্তৃক রাঙ্গামাটি জেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১৭,০০০/- টাকা জরিমানা।
বিস্তারিত

বিএসটিআই, চট্টগ্রাম
ভ্রাম্যমাণ আদালত (ওজন ও পরিমাপ যাচাই)
অদ্য ১৫.০৫.২০২৫ খ্রিঃ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের সমন্বয়ে রাঙ্গামাটি জেলায় দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

১. মেসার্স হিলভিউ ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প, বনরূপা, রাঙ্গামাটি প্রতিষ্ঠানটির আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ৩২(৩)/৪৮ ধারায় ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

উক্ত অভিযানটি জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব শিব শংকর বসাক এর নেতৃত্বে পরিচালিত হয়।

২. বনরূপা বাজারস্থ ভাই ভাই স্টোর মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন - ২০০৯ অনুযায়ী ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও বনরূপা বাজারের বিভিন্ন দোকানের ওজনযন্ত্রের সঠিকতা যাচাই করা হয় এবং ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

উক্ত অভিযানটি জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মৈত্রী রায় এর নেতৃত্বে পরিচালিত হয়।

বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে অংশগ্রহণ করেন জনাব প্রিময় মজকুরী জয়, পরীক্ষক (মেট্রোলজি)।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/05/2025
আর্কাইভ তারিখ
15/05/2026