শিরোনাম
১৫/১১/২০২১ খ্রিস্টাব্দ তারিখে ফটিকছড়ি উপজেলায় বিএটিআইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৩৫০০০ টাকা জরিমানা
বিস্তারিত
১৫/১১/২০২১ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিস ও চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলা প্রশাসন এর সমন্বয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে
1. খোরশেদ এন্ড সন্স, পেলাদিঘী, পাইন্দং, ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিষ্ঠানটি বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ গ্রহণ ব্যতীত বিস্কুট ও পাউরুটি পণ্য উৎপাদন বিক্রয়, বিতরণ ও বাজারজাত করা বি এস টি আইন 2018 অনুযায়ী 25000/- টাকা জরিমানা করা হয়
2. ফোর স্টার জামান হোটেল, বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিষ্ঠানটি মেয়াদ উত্তীর্ণ পণ্য, দধি পণ্যের মোড়ক নিবন্ধন গ্রহণ ব্যতিত পণ্য বিক্রি বিতরণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুযায়ী 10000/- জরিমানা করা হয়।
3. সুন্দর অয়েল ফিলিং ষ্টেশন, বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিষ্ঠানটিতে অকটেন, ডিজেল ও পেট্রোল পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জানানো হয়।
4. নিউ মনেরেখ জুয়েলার্স, বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিষ্ঠানটি মেট্রিক পদ্ধতি ব্যবহার না করায় সতর্ক করা হয়।
উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আলমগীর এবং বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর পক্ষে জনাব মো: শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব মোঃ মুকুল মৃধা, পরিদর্শক (মেট)।

