Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৩.০৫.২০২৫ তারিখে বিএসটিআই, চট্টগ্রাম কর্তৃক পটিয়া উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ২০,০০০/- টাকা জরিমানা।
বিস্তারিত

বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম *
মোবাইল কোর্ট
মামলা সংখ্যা= ০২টি,
মোট জরিমানা=২০,০০০/-

অদ্য ১৩-০৫-২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে:
১। শাহ আখতারিয়া ফুড প্রোডাক্টস, নাইখাইন, পটিয়া, চট্টগ্রাম
প্রতিষ্ঠানকে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণব্যতীত পাউরুটি, কেক, বিস্কুট পণ্য বিক্রয়ের অপরাধে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ২৪(১)/৪১ ধারা অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷
২। নূর বেকারি এন্ড কনফেকশনারি, পটিয়া বাস স্ট্যান্ড, পটিয়া, চট্টগ্রাম
প্রতিষ্ঠানকে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, কেক পণ্য বিক্রয়ের অপরাধে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮'' এর ২৪(১)/৪১ ধারা অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট জনাব প্লাবন কুমার বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি), পটিয়া, চট্টগ্রাম-এর নেতৃত্বে পরিচালিত হয়৷
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব সজীব চৌধুরী, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/05/2025
আর্কাইভ তারিখ
13/05/2026