বুধবার, ১২/০১/২০২২ খ্রিঃ তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জেবল অয়েল এজেন্সি , ১৫০, ফিরিঙ্গি বাজার, ব্রীজঘাট, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটিকে ভেরিফিকেশন বিহীন ডিস্পেন্সিং ইউনিট ব্যবহার করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিরাজুল হক এন্ড সন্স ফিলিং স্টেশন এবং মীর ফিলিং স্টেশন নামক প্রতিষ্ঠানসমূহের ডিস্পেন্সিং ইউনিট সমূহ যাঁচাই করা হয়। এছাড়াও এসআই এন্টারপ্রাইজ, আলম এন্ড সন্স, এস আর এন্টারপ্রাইজ, নতুন ব্রিজ, বাকলিয়া,চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানসমূহের ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় অনতিবিলম্বে ভেরিফিকেশন সংগ্রহ করার ব্যাপারে নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার, জনাব আশরাফুল হাসান । বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌঃ মোঃ জিল্লুর রহমান, পরিদর্শক (মেট)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস