১২.০৪.২০২২ খ্রিঃ তারিখে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার আওতাধীন কাজীর দেউরী এলাকায় জেলা প্রশাসন চট্টগ্রাম এবং বিএসটিআই, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানিকৃত শিশু খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স সানশাইন জেনারেল স্টোর কে ৪,০০০/-, সিটি ডিপার্টমেন্টাল স্টোর কে ৫,০০০/ এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স বনফুল এন্ড কোং কে ২,০০০/- জরিমানা করা হয়। উক্ত অভিযানে জেলা প্রশাসন চট্টগ্রাম এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন এবং বিএসটিআইয়ের কর্মকর্তা জনাব শিমু বিশ্বাস অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস