মোবাইল কোর্ট (পণ্যের মান নিয়ন্ত্রণ )
অদ্য ১০/০৪/২২ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম জেলার আগ্রাবাদ এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮" অনুযায়ী
১. রাকিব কালেকশন, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, আগ্রাবাদ, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ ব্যতীত শিশু খাদ্য (Infant Formula, Follow up formula ও Cereal based processed food for infant), Coffee; Brand-Nestle প্রভৃতি পণ্যে বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় সতর্ক করা হয় ।
২. আর রহমান স্টোর, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, আগ্রাবাদ, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ ব্যতীত শিশু খাদ্য (Infant Formula, Follow up formula ও Cereal based processed food for infant), Coffee; Brand-Nestle প্রভৃতি পণ্যে বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় একটি মামলা দায়ের করা হয় এবং ৫,০০০/- টাকা জরিমানা করা হয় ।
৩. আরিফ স্টোর, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, আগ্রাবাদ, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ ব্যতীত শিশু খাদ্য (Infant Formula, Follow up formula ও Cereal based processed food for infant), Coffee; Brand-Nestle প্রভৃতি পণ্যে বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় একটি মামলা দায়ের করা হয় এবং ৬,০০০/- টাকা জরিমানা করা হয় ।
৪. পৌষি ডিপার্টমেন্টাল স্টোর, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, আগ্রাবাদ, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ ব্যতীত শিশু খাদ্য (Infant Formula, Follow up formula ও Cereal based processed food for infant); Coffee; Brand-Nestle প্রভৃতি পণ্যে বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় একটি মামলা দায়ের করা হয় এবং ৬০০০/- টাকা জরিমানা করা হয় ।
5. মা জেনারেল ষ্ঠোর, 8/2, লাকী প্লাজা, আগ্রাবাদ, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ ব্যতীত শিশু খাদ্য (Infant Formula, Follow up formula ও Cereal based processed food for infant); Coffee;Brand-Nestle প্রভৃতি পণ্যে বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় একটি মামলা দায়ের করা হয় এবং ৮০০০/- টাকা জরিমানা করা হয় ।
6. নিউ জননী ডিপার্টমেন্টাল ষ্টোর, 8/2, লাকী প্লাজা, আগ্রাবাদ, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ ব্যতীত শিশু খাদ্য (Infant Formula, Follow up formula ও Cereal based processed food for infant); Coffee;Brand-Nestle প্রভৃতি পণ্যে বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় একটি মামলা দায়ের করা হয় এবং ৬০০০/- টাকা জরিমানা করা হয় ।
উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন । প্রসিকিউশন অফিসার হিসেবে অংশগ্রহণ করেন বিএসটিআই, চট্টগ্রাম অফিস এর কর্মকর্তা জনাব মো: শহীদুল ইসলাম ও প্রকৌ: মো: জিল্লুর রহমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস