মঙ্গলবার, ০৯/০৮/২০২২ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে
১. হাক্কানী রি-ফুয়েলিং স্টেশন (ইউনিট-১), ডি টি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম, ফিলিং স্টেশনটি ডিজেল ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মি.লি. কম প্রদান করার অপরাধে অপরাধে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮' অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় এবং ৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
২. মেসার্স নূরে মদিনা সিএনজি ফিলিং স্টেশন, একে খান মোড়, উত্তর কাট্টলী, চট্টগ্রাম নামক ফিলিং স্টেশনটিতে ডিজেল ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মি.লি. কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮' অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় এবং ৪০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
সর্বমোট জরিমানা ৯০,০০০/- টাকা।
এছাড়া
৩) টাইগার পাস এজেন্সিস লিমিটেড, টাইগার পাস, চট্টগ্রাম
৪) ইয়াকুব ফিলিং স্টেশন, ঈদগাহ, ডি টি রোড, চট্টগ্রাম,
৫) শিউলি পেট্রোল পাম্প, জোলারহাট, পাহাড়তলী চট্টগ্রাম
৬) স্পিড ট্রেক প্রাইভেট লিমিটেড, ইস্পাহানি রেলগেট, আকবর শাহ, চট্টগ্রাম
নামক প্রতিষ্ঠানসমূহের ডিজেল ও অকটেন ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে সঠিক পাওয়া যায়।
উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্লাবন কুমার বিশ্বাস, সহকারী কমিশনার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম অফিসের কর্মকর্তা জনাব প্রকৌঃ মোঃ জিল্লুর রহমান, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস