শিরোনাম
০৬/১০/২০২১ তারিখে রাঙ্গামাটিতে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৮০০০ টাকা জরিমানা
বিস্তারিত
০৬/১০/২০২১ তারিখে রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর সমন্বয়ে জেলার বিভিন্ন এলাকায় ১টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে
১) জামান ট্রেডার্স দেবাশীষ নগর সদর রাঙ্গামাটি প্রতিষ্ঠানকে জ্বালানি তেল পরিমাপে কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয় ।
২) আজাদ বেকারী এন্ড কনফেকশনারী, রিজাভ বাজার, রাঙ্গামাটি প্রতিষ্ঠানকে বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও পণ্য মোড়কজাতরণের নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া মোড়কজাত করে বিক্রি করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৩০০০ টাকা জরিমানা করা হয় ।
সর্বমোট জরিমানা ৮,০০০ টাকা।
অভিযানের নেতৃত্বে ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসান মোহাম্মদ শোয়াইব এবং প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর পক্ষে জনাব ইকবাল আহমদ, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌঃ মোঃ জিল্লুর রহমান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন।


