০৬/০৩/২০২২ খ্রি: তারিখে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন ২০১৮ অনুসারে কেক (ফ্রুট ও স্পঞ্জ) পণ্যের লাইসেন্স গ্রহণ ব্যতীত এবং বনরুটি ও পাউরুটি তে মানচিহ্নের অপব্যবহার করে উতপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতকরণ/অবৈধভাবে বিএসটিআই'র লোগো ব্যবহারের অপরাধে মেসার্স চিটাগাং ফুডস, সিরাজ উদ্দৌলা রোড, চকবাজার, চট্টগ্রাম প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং ২৫০০০/- টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব নূরজাহান আকতার সাথী এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মো: শহীদুল ইসলাম দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস