০৫.০৪.২২ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" অনুযায়ী
১. নাসির স্টোর, ভুজপু্র, ফটিকছড়ি, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি মেয়াদ উত্তীর্ণ সরিষার তেল, চকলেট ও আচার পণ্যে বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় একটি মামলা দায়ের করা হয় এবং ৫,০০০/- টাকা জরিমানা করা হয় ।
২. ফুলবন মিষ্টি বিতান, কাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ তারিখ, লেবেল বিহীন ও মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত দধি পণ্য বিক্রয় ও বিতরণ এর উদ্দেশ্যে প্রদর্শন করায় একটি মামলা দায়ের করা হয় এবং ৩০০০/-টাকা জরিমানা করা হয়।
৩. মামুন ফ্রুট এন্ড মিষ্টি বিতান, নারায়নহাট বাজার, ফটিকছড়ি, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ তারিখ, লেবেল বিহীন ও মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত দধি পণ্য বিক্রয় ও বিতরণ এর উদ্দেশ্যে প্রদর্শন করায় একটি মামলা দায়ের করা হয় এবং ৫০০০/-টাকা জরিমানা করা হয়।
৪. ভাই ভাই বেকারি, নারায়নহাট বাজার, ফটিকছড়ি, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ তারিখ, লেবেল বিহীন ও মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত বিস্কুট পণ্য বিক্রয় ও বিতরণ এর উদ্দেশ্যে প্রদর্শন করায় একটি মামলা দায়ের করা হয় এবং ৫০০০/-টাকা জরিমানা করা হয়।
এছাড়াও চারটি ফল ও মুদি দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়।
উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আলমগীর । প্রসিকিউশন অফিসার হিসেবে অংশগ্রহণ করেন বিএসটিআই, চট্টগ্রাম অফিস এর কর্মকর্তা জনাব মো: মুকুল মৃধা, পরিদর্শক (মেট.) ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস