Wellcome to National Portal
Main Comtent Skiped

মেট্রোলজি সংক্রান্ত সেবা

সেবার ধরণ

ওজন ও পরিমাপ সংশ্লিষ্ট সেবা:

ক) ভেরিফিকেশন- ওজন, ওজনযন্ত্র, দৈর্ঘ্য ও আয়তন পরিমাপক

খ) ক্যালিব্রেশন- ওজন, ওজনযন্ত্র, দৈর্ঘ্য ও আয়তন পরিমাপক

গ) পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন-

 

সেবা প্রদান পদ্ধতি

* ভেরিফিকেশন এবং ক্যালিব্রেশন এর অধিকাংশ ক্ষেত্রে সরাসরি যন্ত্রপাতি বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে জমাদান এবং কিছু ক্ষেত্রে ক্যালিব্রেশনের জন্য কারখানা পরিদর্শনের মাধ্যমে সেবা প্রদান।

* পণ্যের মোড়কজাত নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে রেজিস্ট্রেশন।

 

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

* ভেরিফিকেশন এবং ক্যালিব্রেশন এর ক্ষেত্রে নির্দিষ্ট ফরমেটে আবেদন পত্রের সঙ্গে যন্ত্রপাতির তালিকা জমাদান।

* পণ্যের মোড়কজাতকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের লেবেল/মোড়ক এবং ট্রেড লাইসেন্স।

 

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

* ভেরিফিকেশন এবং ক্যালিব্রেশন এর ক্ষেত্রে- আইটেম ভিত্তিক ফি

* পণ্যের মোড়কজাতকরণের ক্ষেত্রে আবেদন ফি (টাকা ১০০০.০০)

 

পরিশোধ পদ্ধতি : বিএসটিআই এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ডিডি,

পে-অর্ডার ও নগদ অর্থে পরিশোধযোগ্য।

 

সেবা প্রদানের সময়সীমা

ভেরিফিকেশনঃ ৩-৭ কার্যদিবস

ক্যালিব্রেশনঃ ৫-৩০ কার্যদিবস

পণ্যের মোড়কজাতকরণঃ ১০ কার্যদিবস

 

 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

পরিদর্শক (মেট্রোলজি),

ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বিএসটিআই, চট্টগ্রাম।

ফোন : 

onestop@bsti.gov.bd