Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে পেট্রোল পাম্পকে জরিমানা
Details

গত ৩১/০৮/২১ খ্রিঃ তারিখে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহাদাত হোসেন । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সীতাকুণ্ড পেট্রোলিয়াম এন্ড সি.এন.জি. রিফুয়েলিং স্টেশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটি একটি  ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট(অকটেন) এর মাধ্যমে প্রতি ৫ লিটারে ৫০ মি.লি. কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮' অনুযায়ী ৫,০০০/- টাকা এবং সৌদিয়া স্টীল, সীতাকুণ্ড উত্তর বাজার, সীতাকুণ্ড, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটির ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮' অনুযায়ী ২,০০০/- টাকা জরিমানা আদায় সহ দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন অফিসার হিসেবে অংশগ্রহণ করেন বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা জনাব মো: মুকুল মৃধা, পরিদর্শক (মেট) ।

Images
Attachments
Publish Date
01/09/2021
Archieve Date
31/12/2021