২৫/০৭/২২খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" অনুযায়ী
১. Sunshine Collection, 6/19 VIP TOWER, কাজীর দেউড়ি, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটির গ্রীন টি পন্যের মোড়কজাতকরন সনদ না থাকায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
২. Al Madina Beauty Concept, 196/215 VIP TOWER, কাজীর দেউড়ি, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটির SNAIL WHITE SERUM পন্যের মোড়কজাতকরন সনদ না থাকায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুমা জান্নাত এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, চট্টগ্রাম অফিসের কর্মকর্তা জনাব মোঃ মুকুল মৃধা, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS