Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
২৪/০১/২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই চট্টগ্রামের ভ্রাম্যমাণ আদালতে মহানগরীতে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থদন্ড
Details

২৪/০১/২০২২ তারিখে জেলা প্রশাসন, চট্টগ্রাম এবং বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীতে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আদি সাধু মিষ্টি ভান্ডার নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই এর বাধ্যতামূলক ফামেন্টড মিল্ক পণ্যের অনূকূলে লাইসেন্স বিহীন উৎপাদন , বিক্রয় ও বিতরণ করায় বিএসটিআই আইন   ২০১৮ অনুযায়ী ২৫,০০০/ ( পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া সিজল নামীয় প্রতিষ্ঠানকে চিপস, চানাচুর পণ্যের লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ,২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০০০০/ ( দশ হাজার) টাকা জরিমানা করা হয়।   অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হিমাদ্রি খীসা  এবং বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর   পক্ষে জারিন তাসনিম, ফিল্ড অফিসার (সিএম)।

Images
Attachments
Publish Date
24/01/2022
Archieve Date
30/06/2022