Title
BSTI's Mobile Court Fined Taka Fifty Thousand on 17/05/22 in Khagrachori
Details
মঙ্গলবার, ১৭/০৫/২০২২ খ্রিস্টাব্দ তারিখে খাগড়াছড়ি জেলার সদরে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে 'ওজন ও পরিমাপ মানদন্ড ও আইন, ২০১৮' এবং 'বিএসটিআই আইন, ২০১৮' অনুযায়ী
১. মেসার্স দয়াল ভান্ডার বেকারী, জিরো মাইল, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি নামক প্রতিষ্ঠানটিকে বি এসটি আই এর লাইসেন্স ব্যতীত পণ্য উৎপাদন এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত পণ্য বিক্রয় করায় একটি মামলা দায়ের করা হয় এবং ৩০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
২. মেসার্স মমিন এন্টারপ্রাইজ, আদালত রোড, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি নামক প্রতিষ্ঠানটিকে ব্যবহৃত লিটার মেজারের মাধ্যমে জ্বালানি তেল পরিমাপের ক্ষেত্রে প্রতি ৫ লিটারে ২০০ মি.লি. কম প্রদান করায় একটি মামলা দায়ের করা হয় এবং ২০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান শাকিল এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম অফিসের কর্মকর্তা জনাব মো: শহীদুল ইসলাম , ফিল্ড অফিসার (সিএম) ও জনাব প্রকৌঃ মোঃ জিল্লুর রহমান, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।